তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে নতুন করে ১৭ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এর আগে আরও দুইজন রোগী শনাক্ত হয়। মোট মিলিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ১৯ জন।
বৃহস্পতিবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ফেইসবুক পেজে এ তথ্য দেওয়া হয়।
রাত ১১ টার দিকে নতুন শনাক্তের বিষয়টি দি নিউজের প্রতিনিধিকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার।
নতুন শনাক্ত হওয়া সর্বোচ্চ সংখ্যক রোগী জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা। ১৭ জনের মধ্যে ১৩ জনই সেখানকার। এর আগে ওই উপজেলাতে সর্বপ্রথম করোনারোগী শনাক্ত হয়। মোট মিলিয়ে রামগঞ্জে শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৪ জন।
বাকি ৪ জনের তিনজন কমলনগরের, অন্যজন সদর উপজেলার বাসিন্দা। এ দুই উপজেলায় এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এর আগে জেলার রামগতিতে একজন করোনা রোগী শনাক্ত হয়।
হঠাৎ করে জেলায় একসাথে এতো পরিমাণ লোক শনাক্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনসাধারণের মাঝে।