লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে রোবরার বিকেলে অনুষ্ঠানে ”এগিয়ে যাবে বাংলাদেশের” উদ্যেগে পুস্তিকা ও জঙ্গিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। এগিয়ে যাবে বাংলাদেশের প্রধান সমন্বক ইসমাইল মাহমুদ, লক্ষ্মীপুর জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সামছুউদ্দিন পাটওয়ারী, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনসুর আহমদ, জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক এড. রহমত উল্যা বিপ্লব, আওয়ামীলীগ নেতা কাউছার আহম্মদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন প্রমূখ।এছাড়াও বিভিন্ন সমাজিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রত্যকের হাতে একটি করে পুস্তিকা তুলে দেন অতিথিরা।