13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা সমস্যায় মিয়ানমারকে এগিয়ে আসার আহবান

admin
August 3, 2017 11:20 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  রোহিঙ্গা সমস্যা সমাধানে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থার মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন। তিনি আরো বলেছেন, ‘এ সমস্যা সমাধানে মিয়ানমারকে এগিয়ে আসতে হবে।’

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আল-ওথাইমিন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন ওআইসির মহাসচিব। চারদিনের সফরে গতকাল বুধবার ঢাকা আসেন তিনি। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের নেতাদের মিয়ানমারের বৌদ্ধ ধর্মের নেতাদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন আল-ওথাইমিন।

আল-ওথাইমিন বলেন, ‘আমি মিয়ানমার সরকারকে অনুরোধ করে বলছি রোহিঙ্গারা আপনার দেশের। তাঁদের মানবাধিকার নিশ্চিত করুন। আলোচনা করে সমাধানের প্রয়োজন হলে আমরা আছি সহযোগিতার জন্য। এই একুশ শতকে আপনার দেশে মানবাধিকার নিশ্চিত করা থেকে আপনারা মুখ ফিরিয়ে নিতে পারেন না।’

সন্ত্রাসবাদ প্রসঙ্গে ওআইসির মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, ক্ষমার ধর্ম। এর সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাস মুসলিম, অমুসলিম যে দেশেই হোক সমর্থনযোগ্য নয়। গত বছর ঢাকায় হওয়া সন্ত্রাসী হামলার আমরা নিন্দা জানাই। সন্ত্রাস মোকাবিলায় ওআইসি বাংলাদেশের পাশে আছে।’

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ওআইসির মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কঠোর ভূমিকা ও তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডেরও প্রশংসা করেন ড. ইউসেফ। জবাবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার জন্য ওআইসি মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ওআইসির সঙ্গে থাকা দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান শেখ হাসিনা।

বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওআইসির মহাসচিব।

আগামীকাল শুক্রবার কক্সবাজারের কুতুপালঙে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন ওআইসির মহাসচিব।

http://www.anandalokfoundation.com/