13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্পে সংযুক্ত হবে ১২টি সোলার লাইট

admin
October 1, 2017 7:50 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  কক্সবাজারের রোহিঙ্গা পল্লীগুলোকে আলোকিত করতে ১২টি অস্থায়ী সোলার লাইট সংযুক্ত করা হবে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ ও চিকিৎসা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের জানান, স্বদেশে ফেরত না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের পাশে থাকবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব সোলার লাইট সংযুক্ত করা হবে।

তিনি জানান, স্বদেশে ফেরত না যাওয়া পর্যন্ত অস্থায়ীভাবে তাদেরকে আশ্রয় দেয়ার জন্য ভাষাণচরে সেনা বাহিনীর তত্ত্বাবধানে কাজ চলছে।

সেতুমন্ত্রী জানান, মিয়ানমারের এক মন্ত্রী দুই দিনের মধ্যে বাংলাদেশে আসছেন। তিনি রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে স্বীকৃতি দিয়ে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন।

তিনি রোহিঙ্গা ইস্যুতে ভারতের মতো চীন ও রাশিয়াকেও বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

http://www.anandalokfoundation.com/