সংসদে বক্তৃতা দিতে গিয়ে মনুস্মৃতি নিয়ে নেচতিবাচক মন্তব্য এবং পরবর্তীতে নিজের বক্তব্যের জন্য ক্ষমা না চাওয়ায় ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ।
আজ রবিবার বহিস্কার করার ঘোষণা করেন তিনি।
বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ২০২৪ সালের ডিসেম্বরে সংসদে বক্তৃতা দিতে গিয়ে মনুস্মৃতি নিয়ে নেচতিবাচক মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল। মনুস্মৃতির একটি অনুলিপি হাতে নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা বলেছিলেন, ‘মনুস্মৃতি ধর্ষকদের রক্ষা করে’। বিজেপির উদ্দেশে তিনি বলেছিলেন, ‘এটা আপনাদের ধর্মগ্রন্থ। এখানে পরিস্কার লেখা আছে, যারা মনুস্মৃতি মানবে না, তারা হিন্দু নয়।’
সংসদে মনুস্মৃতি নিয়ে কংগ্রেস সাংসদের মন্তব্য নিয়ে অসন্তুষ্ট ছিলেন শঙ্করাচার্য। এই নিয়ে রাহুলের জবাব তলব করেছিলেন তিনি। কিন্তু উত্তর পাননি। এর পরেই তাঁকে হিন্দু ধর্ম থেকে ‘বহিষ্কার’ করার ঘোষণা করেন তিনি। তবে হিন্দুধর্ম থেকে রাহুল গান্ধী কেন, কোনও ব্যক্তিকেই বহিষ্কার করার ক্ষমতা শঙ্করাচার্য বা অন্য কারও আছে কি না, সেই প্রশ্ন উঠেছে।
রাহুলের আচরণ হিন্দু-বিরোধী দাবি করে, ওই মন্তব্যের ব্যাখ্যা চেয়েছিলেন শঙ্করাচার্য। কিন্তু রাহুল গান্ধী তাঁকে কোনও জবাব দেননি, নিজের বক্তব্যের জন্য ক্ষমাও চাননি। এর পরেই বদ্রীনাথের শঙ্করাচার্য ঘোষণা করেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাহুল গান্ধীকে কোনও মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। পুরোহিতরা তাঁর জন্য পুজোও করবেন না।’
রেখেঢেকে কথা বলেন না বলেই পরিচিত স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অযোধ্যায় অসম্পূর্ণ রাম মন্দিরের উদ্বোধন করা নিয়ে মোদী সরকারেরও বিরোধিতা করেছিলেন তিনি। শিবসেনা (উদ্ধব ঠাকরে) দলের নেতা উদ্ধব ঠাকরের পাশেও দাঁড়িয়েছেন তিনি। তাই অনেকেই তাঁকে বিজেপি বিরোধী শিবিরের ঘনিষ্ঠ বলেই ধরে নিয়েছিলেন। তাই তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে এই পদক্ষেপ করায় রাজনৈতিক মহল বেশ চমকেই গিয়েছে।