রাজধানীর রামপুরায় রিয়াদ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই আগুন অনেকখানি নিয়ন্ত্রণে চলে আসে।
বুধবার (০৪ মে) সকাল সাড়ে ১০টার পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ঢাকা ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতিকুল আলম বাংলানিউজকে জানিয়েছেন, বারিধরা ও খিলগাঁও থেকে ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে তারা যাওয়ার আগেই অনেকখানি আগুন নিয়ন্ত্রণ হয়ে যায়। তারা প্রতিবেদন দিলে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে।