14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে ঐতিহ্যবাহী কাবাড়ি খেলা অনুষ্ঠিত

admin
March 27, 2019 6:05 pm
Link Copied!

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ জাতীয় খেলা কাবাড়ি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এটি। বাপ দাদার আমলে এসব খেলা গ্রাম বাংলার মানুষের আনন্দ উল্লাস জুগিয়ে এসেছিল। কাল বিবর্তনের ফলে এসব খেলা হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে যেন একটু হলেও ভাবনার ঘাম ঝরালেন রাণীশংকৈল থানা ও উপজেলা প্রশাসন।

মহান ২৬ মার্চ দিবসটি পালন উপলক্ষে সারাদিনের কর্মসূচীর পাশাপাশি কাবাডি খেলার আয়োজন করেন রাণীশংকৈল থানা ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।

রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে বিকাল সাড়ে ৪টায় খেলাটি অনুষ্ঠিত হয়। সবুজ কাবাডি দল বনাম লাল কাবাডি দল’র মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লাল দল ২২-১৬ এবং ২৬-১৭ সেটে সবুজ দলকে পরাজিত করে। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন সেতাউর রহমান, আব্দুর রাজ্জাক ও মমতাজ আলী ।

থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা উভয় দলের মধ্যে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পঙ্গু মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ।

http://www.anandalokfoundation.com/