14rh-year-thenewse
ঢাকা আজ সোমবার আগস্ট 18, 2025
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে বাঁশ বোঝাই ভটভটিকে সহযোগীতা করতে গিয়ে প্রাণ গেল ময়েনের

Brinda Chowdhury
March 1, 2021 5:25 pm
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাঁশ বোঝাই ভটভটিকে ঠেলা দিয়ে সহযোগীতা করতে গিয়ে ভটভটি উল্টে বাঁশের চাপায় ময়েন উদ্দিন প্রামানিক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার একডালা ইউনিয়নের বিশঘড়িরা গ্রামের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ময়েন উদ্দিন প্রামানিক উপজেলার বিশঘড়িরা গ্রামের মৃত মানিক প্রামানিকের ছেলে।

রাণীনগর উপজেলার একডালা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম স্থানীয় ও পরিবারের বরাদ দিয়ে বলেন, এদিন সকালে ময়েন উদ্দিন প্রামানিক বাড়ি থেকে বেড় হয়ে গ্রামের রাস্তা দিয়ে হেটে জমি দেখার উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন। এ সময় সংস্কার চলমান ওই রাস্তা দিয়ে বাঁশ বোঝাই একটি ভটভটি যাচ্ছিলো। এমত অবস্থায় রাস্তার মধ্যে বালিতে ভটভটিটি আটকে পড়ে।

এ সময় ভটভটি তুলতে ঠেলা দিয়ে সহযোগীতা করতে লেগে বাঁশ বোঝাই ভটভটি উল্টে বাঁশের বোঝা ময়েন উদ্দিনকে চাপা দেয়। স্থানীয়রা ময়েন উদ্দিনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে আবাদপুকুর বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া মেডিকেলে নিয়ে যাওয়ার সময় পথে মধ্যেই মারা যান তিনি।

http://www.anandalokfoundation.com/