14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে শেষ হল বিজ্ঞান মেলা ২০১৯

Biswajit Shil
December 8, 2019 4:13 pm
Link Copied!

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।।  “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি “প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৫ ডিসেম্বর (বৃহস্পতিবার ) রাজারহাটে তিন দিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা ২০১৯ শেষ হল।

এ উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজের আয়োজন করা হয়। মেলায় নয়টি স্টল স্থাপন করা হয় এবং  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এতে  অংশগ্রহণ করে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার  জনাব  মোঃ জোবায়ের হোসেন, উপজেলা   পরিষদ চেয়ারম্যান  জনাব জাহিদ  ইকবাল সোহরাওয়ার্দী, , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আশিকুল ইসলাম মন্ডল এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী। তিনি তার বক্তৃতায় বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াছমিন বেগম ,সদর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ এনামুল হক, চাকির পশার ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম আজাদ , ছাত্র, শিক্ষক, সাংবাদিক, দরর্শনার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উপজেলা প্রশাসন, রাজারহাট, কুড়িগ্রাম  মেলার আয়োজন করে। মেলার বিভিন্ন স্টল সরেজমিনে, ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন আবিষ্কার চোখে পরে। শেষে বিজয়ীদের মধ্যে  পুরুষ্কার বিতরণ করা হয়।

http://www.anandalokfoundation.com/