14rh-year-thenewse
ঢাকা আজ বুধবার আগস্ট 13, 2025
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

admin
October 3, 2018 1:00 pm
Link Copied!

সিরাজগঞ্জ পৌর এলাকায় এক যুবলীগ নেতাকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে পৌর এলাকার রানীগ্রাম মধ্যপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতার নাম গোলাম মোস্তফা। তিনি ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান আলী জানান, আজ ভোরে মোস্তফা রানীগ্রাম মধ্যপাড়ার নিজ বাড়ি থেকে হাঁটতে বের হন। এসময় তিনি রানীগ্রাম বাজারে এলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত তদন্তে পুলিশ কাজ করছে।

http://www.anandalokfoundation.com/