যশোর অফিসঃ যশোরে একটি জুয়েলারি দোকান থেকে নয়ন রায় নামে এক শ্রমিকের গলায় অস্ত্রের আঘাত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে শহরের স্বর্ণপট্টি এলাকার অশোক জুয়েলার্স থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। নয়ন রায় সদর উপজেলার রাজারহাট এলাকার পূর্ণ্য রায়ের ছেলে।
যশোর কোতোয়ালি থানার এসআই নাহিয়ান জানিয়েছেন, নয়ন রায় অশোক জুয়েলার্সের শ্রমিক। তিনি রোববার রাত ১১টার দিকে ওই জুয়ের্লাসের প্রধান কারিগর সোনাতনের বাড়ি থেকে খাবার খেয়ে দোকানে এসেছিল ঘুমাতে। সকালে অন্য কর্মচারীরা তাকে ডেকে না পেয়ে দোকানের মালিক প্রদীপ মল্লিককে অবহিত করেন। এক পর্যায়ে তাকে দোকান থেকে গলায় অস্ত্রের আঘাত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার জ্ঞান না ফিরলে কিছুই বলা যাচ্ছে না।