14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মোদি ‘টপ টেন ক্রিমিনাল’ এর মধ্যে!

admin
July 21, 2016 7:41 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: গুগলে ‘টপ টেন ক্রিমিনালসবলে সার্চ করলেই অন্য অনেক অপরাধীর সঙ্গে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। গুগলের এই আচরণে বিব্রত ভারতের অনেকেই।

শেষ পর্যন্ত এই চরম অবমাননাকর সার্চ রেজাল্টস-এর জন্য গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও ভারতে ওই সংস্থার প্রধানকে নোটিশ দিয়েছেন আদালত।

লখনৌ জেলা আদালতে আইনজীবী সুশীল কুমার মিশ্রের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা জজ মাহতাব আহমেদ ওই নোটিশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩১ অাগস্ট।

অভিযোগকারী জানিয়েছেন, প্রথমে তিনি বিষয়টি গুগল কর্তৃপক্ষের নজরে এনেছিলেন। তাদের চিঠি দিয়েছিলেন, শুধরে নেওয়ার আরজি জানিয়েছেন। কিন্তু তাতে কেউই কর্ণপাত করেননি। তার চিঠির জবাবও দেয়নি গুগল কর্তৃপক্ষ। তারপর তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু পুলিশও তার লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেছিল।

এর আগে গত বছর জুনেও গুগলে এমন একটি সার্চ রেজাল্টস নিয়ে তুমুল হইচই হয়েছিল। তখন ‘নিগার হাউস’ বলে সার্চ করলে দেখা যাচ্ছিল হোয়াইট হাউসের ছবি!

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

http://www.anandalokfoundation.com/