13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এখন কেবল ‘মেক ইন ইন্ডিয়া’ নয় ‘মেক ফর ওয়ার্ল্ড’ -ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে মোদী

Rai Kishori
August 15, 2020 12:35 pm
Link Copied!

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদকঃ ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সর্বপ্রথম রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিশৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

তারপর ৭টা ১৮ মিনিটে লালকেল্লায় পৌঁছে যান। সেখানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রধানমন্ত্রীকে স্বাগত জানান৷ সেখানে তিন বাহিনী ও দিল্লি পুলিশ প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদর্শন করেছে।

লালকেল্লা থেকে তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলনের পর, স্বাধীনতা দিবসের বর্নাঢ্য অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে টানা সপ্তম বার ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী বললেন, “দেশ বাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ যে স্বাধীন ভারতে  আমরা শ্বাস নিচ্ছি, তার পিছনে বহু মা, ভাই, বোনের ত্যাগ রয়েছে। প্রত্যেককে আমার নমস্কার। আমাদের সেনাবাহিনী, আধাসেনা, পুলিশ প্রত্যেকে ভারত মাতার সুরক্ষায় নিবেদিত থাকেন।…”

প্রধানমন্ত্রীর ভাষণের কিছু উল্লেখযোগ্য দিক ―

করোনা এমন কোন বড় বিপত্তি নয়- যা ভারতের আত্মনির্ভর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। সামরিক সরঞ্জামে আত্মনির্ভর হয়েছে ভারত। সকল আগ্রাসী শক্তিকে  তাদের ভাষায় উত্তর দেওযা হয়েছে। ভারতের হাতে থাকা ১৩০০ দ্বীপে হবে বিশেষ উন্নয়ন।

লাদাখের জওয়ানদের লাল কেল্লা থেকে প্রণাম জানাই। তরুণ প্রজন্মকে প্রতিরক্ষা প্রশিক্ষণ দেওয়া হবে। ভারতের প্রতিরক্ষা হবে আরও উন্নত, সীমান্ত ও উপকূলে আরও কড়া প্রহরার ব‍্যবস্থা করা হবে।
সবচেয়ে কম দামে জনগণের কাছে ভারতে উদ্ভাবিত নিরাপদ করোনা-ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব‍্যবস্থা চূড়ান্ত।

ভারত কী পারে তা লাদাখে দেখেছে সমগ্র বিশ্ব।শত্রুপক্ষকে কড়া জবাব দিতে সমর্থ হয়েছে ভারত। জাতীয় ডিজিটাল হেলথ মিশন শুরু আজ থেকে। প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড। এক পরিচয়পত্রে রোগ সম্পর্কিত যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে।

ভোকাল ফর লোকাল। দেশে পিপিই, ভেন্টিলেটর, এন-৯৫ মাস্ক তৈরি হত না, এখন সেটা হচ্ছে। ভারতকে এখন কেবল ‘মেক ইন ইন্ডিয়া’- নয় ‘মেক ফর ওয়ার্ল্ড‘- এর কথা ভাবতে হবে।

স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ‍্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, “বর্তমান সময়ে গোটা পৃথিবী যখন বিশ্বকে একটিই পরিবার মনে করছে, তখন আমাদের প্রতিবেশী দেশ তাদের সম্প্রাসরণমূলক নীতিকে কৌশলে বাস্তবায়িত করার দুঃসাহস দেখাচ্ছে।”

রাষ্ট্রপতি আরোও বলেন,”গোটা বিশ্ব যখন বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা (কোভিড-১৯ অতিমারি)-র বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ে শামিল হয়েছে, তখন আমাদের প্রতিবেশী দেশ তাদের সম্প্রসারণমূলক আগ্রাসন বাস্তবায়িত করার অপচেষ্টা চালাচ্ছে।”

তিন সামরিক বাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গত জুন মাসে গালওয়ানে সীমান্ত-সংঘর্ষে নিহত ভারতীয় জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির ভাষায়, “সীমান্ত সুরক্ষায় রাষ্ট্রীয় কর্তব্য পালন করতে গিয়ে দেশের বীর সেনানীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। গোটা দেশ গালওয়ানের শহিদদের প্রণাম জানাচ্ছে। মৃত্যুবরণের মাধ্যমে তাঁরা বুঝিয়ে দিয়েছেন, ভারত শান্তির প্রতি আস্থাশীল। কিন্তু কেউ অশান্তি বাধানোর চেষ্টা করলে, পাল্টা জবাব দিতে পিছপা হয় না মহান ভারত।”

http://www.anandalokfoundation.com/