মাদারীপুরের ডাসারে শাহিদা আক্তার নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত শাহিদা আক্তার উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রামের সৈয়দ আসাদ আলীর স্ত্রী। আজ শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে অভিমানে গৃহবধূ শাহিদা আক্তার তার নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ শাহিদার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
আত্মহত্যা ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।