14rh-year-thenewse
ঢাকা আজ সোমবার জুলাই 28, 2025
আজকের সর্বশেষ সবখবর

মারা গেলেন মঞ্চনাটকের ‘সোচ্চার কণ্ঠ’ ইশরাত নিশাত

Brinda Chowdhury
January 20, 2020 10:56 am
Link Copied!

দেশের থিয়েটার অঙ্গনের জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী ও পরিচিত মুখ ইশরাত নিশাত আর নেই (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। গতকাল (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় গুলশানে বোনের বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

একসময় নিয়মিত মঞ্চে অভিনয় করলেও পরবর্তী সে সময়ে সেই ভূমিকা থেকে সরে এসেছিলেন তিনি। সংগঠক হিসেবে কাজ করতে থাকেন। এবং দেশের মঞ্চনাটকের সবচেয়ে ‘সোচ্চার কণ্ঠ’ হিসেবে পরিণত হন এই শিল্পী ও সংগঠক। এ কারণে সহযাত্রীদের পাশাপাশি নবীনদের কাছেও তিনি জনপ্রিয় হয়ে ওঠেন।

তার এই প্রস্থানে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা লেখনীর মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। তিনি ‘দেশ নাটক’ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি ছিল তার। ইশরাত নিশাতের নির্দেশিত ‘দেশ নাটকে’র প্রযোজনা ‘অরক্ষিতা’বেশ প্রশংসিত হয়। সর্বশেষ তিনি নাসির উদ্দীন ইউসুফের ‘আলফা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

উল্লেখ্য, আজ সোমবার বেলা একটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ইশরাত নিশাতের মরদেহ সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। ৩টার পর  জাতীয় নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর তাকে বনানী গোরস্থানে দাফন করা হবে।

http://www.anandalokfoundation.com/