13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভুল করে বন্ধ করা ট্যাব যেভাবে ফেরত আনতে হয়

admin
December 17, 2015 2:19 pm
Link Copied!

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক: আমরা সবাই বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যাবহার করে থাকি। তবে একটি ভুল অনেকেরই হয় এবং ভুলটি বিরক্তিকরও বটে। ভুলটি হচ্ছে ভুলে প্রয়োজনীয় ট্যাব বন্ধ করে দেওয়া। একটি ট্যাব যদি আপনি ভুল করে বন্ধ করে দেওয়ার পর বা কাজ শেষে বন্ধ করে দেওয়ার পরপরই আবার সেই ওয়েবসাইটির প্রয়োজন হয়, তাহলে খুব সহজেই তা ফিরিয়ে আনতে পারেন।

এজন্য কিবোর্ড থেকে Control + Shift + T চাপুন। তাহলেই দেখবেন সঙ্গে সঙ্গে ব্রাউজারে ফিরে এসেছে ওয়েবসাইটটি।

এছাড়া আরেকটি খুব গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন। সেটি হচ্ছে, ব্রাউজারের cache সেকেন্ডের মধ্যে পরিস্কার করতে কিবোর্ড থেকে Control + Shift + R চাপুন। এটি মুহূতেই cache পরিস্কারের পাশাপাশি পেজটি refresh করবে।

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

http://www.anandalokfoundation.com/