13yercelebration
ঢাকা

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

নিউজ ডেস্ক
December 3, 2021 12:13 pm
Link Copied!

অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে শনিবার (৪ ডিসেম্বর) ভোরের দিকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’।

উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে জানায় আবহওয়াবিদ। এই রাজ্যগুলোর উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনাও আছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার যথেস্ট ব্যবস্থা গ্রহণ করেছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেসব মৎস্যজীবী এরই মধ্যে মাছ ধরতে সাগরে গেছেন, তাদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/