বাংলাদেশ নৌবাহিনী ভারতীয় জলসীমা পেরিয়ে বঙ্গোপসাগরে ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে বলে অভিযোগ।
বঙ্গোপসাগরে কেন্দুয়া দ্বীপ থেকে কিছুটা দূরে বাংলাদেশ নেভির ছোঁড়া গুলিতে পরিমল নামে এক ভারতীয় মৎস্যজীবী গুরুতর ভাবে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে।
তবে আহত পরিমলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতীয় ভুখন্ড পেরিয়ে কীভাবে বাংলাদেশ নেভি এই ঘটনা ঘটাল তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছেছে কোস্ট গার্ড এবং বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা। যদিও ঘটনার পরেই এলাকা ছেড়ে বাংলাদেশ নৌবাহিনী সরে যায় তবে ইতিমধ্যে এই ঘটনার জেরে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত মাসখানেক আগে ভারত এবং বাংলাদেশ সীমান্তের দিকে আটকে পড়া মৎসজীবিদের ছাড়ানো নিয়ে ভারত এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ছড়ায়। সীমান্ত এলাকার কাটমারি চকে বিএসএফের একটি আউট পোস্ট রয়েছে। তার উল্টোদিকেও বিডিআর আউট পোস্ট আছে। এক মৎসজীবি মাছ ধরতে সীমান্ত পেরিয়ে ভুল করে চলে যান বাংলাদেশের দিকে। হাতেনাতে ওই মৎস্যজীবীকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ধরে ফেলে।
এই ঘটনার জেরে খবর পেয়ে বিএসএফ ডিআইবি বিজয় ভান সিং অন্যান্য বিএসএফ জওয়ান ও বাংলাদেশ বিগিবি-র মধ্যে ফ্ল্যাগ মিটিং করে। অভিযোগ ফ্ল্যাগ মিটিং চলাকালীন বিজয় ভাং সিং-এর উপর গুলি চালায় বাংলাদেশ বিডিআর। বিডিআরের গুলিতে আহত বিজয় ভাং সিং-কে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়। ঘটনায় গুরুত জখম বাহিনীর আরও এক জওয়ান। তার হাতে বুলেট লেগেছে বলে জানা যায় । তবে এই ঘটনার জেরে ভারত এবং বাংলাদেশ সীমান্তে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
সেনাবাহিনীর তরফে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে এই বিষয়ে কথা বলা হবে বলে জানা গিয়েছে।