13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ১৭টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

admin
February 5, 2019 4:19 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১ কেজি ৯০০ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণেরবারসহ শাহাবুদ্দীন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী মসজিদ পোস্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শাহাবুদ্দিন বেনাপোলের পুটখালী গ্রামের মোবারক সরদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে বেনাপোলের পুটখালী মসজিদ পোস্টের সামনে থেকে শাহাবুদ্দিন একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার মোটরসাইকেল তল্লাশি করে ইঞ্জিনের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১৭টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটকের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।
http://www.anandalokfoundation.com/