14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে গাঁজা সহ দুই নারী আটক

Biswajit Shil
December 11, 2019 5:16 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোল,বেনাপোলঃ  যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১কেজি গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে কে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টার সময়  বেনাপোল  পোস্ট অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলো, খুলনা নাজিরহাট গ্রামের পলাশের  স্ত্রী  স্বপ্না খাতুন(৩৬) ও খুলনা বানিয়া খামার শহরের নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার তানিয়া(৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুই জন নারী মাদক বিক্রেতা   গাঁজা সহ বেনাপোল পোস্ট অফিসের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে  তাদের দুই জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে অভিনব কায়দায় শরীরে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য  আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দদের প্রক্রিয়া চলছে।
http://www.anandalokfoundation.com/