ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা মার্কার প্রার্থীকে মেয়র হিসেবে ঘোষণার দাবিতে দায়ের করা মামলার শুনানি দিন পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামি ৫ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা মার্কার প্রার্থীকে মেয়র হিসেবে ঘোষণার এই মামলা করা হয়।
বৃহস্পতিবার রায় উপলক্ষে সকাল থেকেই নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরেছে। চরমোনাই পীরের অনুসারী ও ইসলামী আন্দোলনের শত শত কর্মী-সমর্থকরা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আদালতের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পরেছিলো।
মামলার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান, বৃহস্পতিবার শুনানিতে আদালত আদেশ না দিয়ে আগামী ৫ মে নতুন শুনানির দিন নির্ধারণ করেছেন। আমরা আশা করি, আদালত সত্যের পক্ষে রায় দেবেন।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। মামলায় নৌকা মার্কার বিজয়ী প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।
অপরদিকে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসও নির্বাচনের ফলাফল বাতিল করে নিজেকে মেয়র ঘোষণার দাবি জানিয়ে বুধবার (২৩ এপ্রিল) একটি মামলা দায়ের করেছেন। তাপস বলেন, ২০১৮ ও ২০২৩ সালের দুইটি নির্বাচনেই আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।
এবার দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকায় আমি আদালতের দ্বারস্থ হয়েছি। তার (তাপস) মামলায়ও নৌকা, হাতপাখা ও অন্যান্য প্রতিদ্বন্ধী মেয়র প্রার্থীদের বিবাদী করা হয়েছে। আদালত মামলাটি আদেশের জন্য পরবর্তী তারিখে রেখেছেন বলে নিশ্চিত করেছেন তাপসের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান।