13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রযন্ত্রের কাছে হেরে যাচ্ছে আমাদের রাষ্ট্রচিন্তাঃ ববি হাজ্জাজ

Rai Kishori
May 6, 2020 9:38 pm
Link Copied!

দেশ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে, অনিশ্চয়তা আর অজানা আশংকা যখন চারিদিকে, ক্ষুধা আর দারিদ্রতার স্পষ্ট ছাপ যখন খেঁটে খাওয়া মানুষের চোখেমুখে, তখন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম, সরকার বিভাজনের রাজনীতি আর ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে রাখার পুরানো কৌশল অব্যাহত রেখেছে।

সহনশীলতা প্রদর্শনের পরিবর্তে গতকাল রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া অঞ্চল থেকে ফেসবুকে সরকারের সমালোচনা করার অভিযোগে ডিজিটাল সুরক্ষা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মোশতাক আহমদকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

অন্য দিকে একটি রাজনৈতিক মঞ্চের কর্মী দিদারুল ইসলামকে ইফতারের আগ মুহুর্তে সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ এসেছে৷ ত্রাণ নিয়ে সোচ্চার হওয়ায়ই এই প্রতিবাদী তরুণের কাল হয়েছে বলে আমরা মনে করি। প্রায় একইরকম ভাগ্যবরণ করতে হয়েছে ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে৷

সরকারের প্রভাবশালী ব্যক্তির রোষানলে পড়ে নিখোঁজ থাকার প্রায় ৫২ দিন পর বেনাপোল সীমান্তে পাওয়া যায় কাজলকে। নিজ দেশে তাঁকে অনুপ্রবেশের মামলা দেওয়া এবং পরবর্তীতে জামিন দিয়ে ভিন্ন মামলায় গ্রেফতার দেখানো বিচারের নামে প্রহস৷ এভাবে
আমাদের চিন্তা করার স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারকে রুদ্ধ করা হচ্ছে।

রাষ্ট্রযন্ত্রের কাছে হেরে যাচ্ছে আমাদের রাষ্ট্রচিন্তা। স্বাস্থ্য অধিদপ্তর দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং করলেও সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ বন্ধ করা হয়েছে। কোন বিশেষ মহলের ইন্ধনে এই কাজ করা হয়েছে আমরা জানি না৷ তবে দেশে এখনও করোনা সনাক্তকরণ পরীক্ষা পর্যাপ্ত নয়। যত পরীক্ষা হয়েছে তার প্রায় ৬০ ভাগ হয়েছে গত ১০দিনে।

করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে এসে মানুষ অবর্ননীয় কষ্ট করছে৷ বারবার চেষ্টা করেও পরীক্ষার জন্য নমুনা দিতে না পারা, ফলাফল প্রকাশে বিড়ম্বনা, ফলাফল নিয়ে বিভ্রান্তি এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সঠিক পরিসংখ্যান নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। এতবড় একটা বৈশ্বিক মহামারীর এতদিন পরেও স্বাস্থ্য সুরক্ষায় কোন গণসচেতনতা মূলক প্রচারণা আমরা শুরু করতে পারি নাই৷ স্বাস্থ্য অধিদপ্তর নকল মাষ্ক সরবরাহ করে ইতিমধ্যে সমালোচিত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা দিবালোকের মত পরিষ্কার৷

জনস্বার্থে আমরা সরকারকে গণতান্ত্রিক এবং সহিষ্ণু রাজনৈতিক আচরণ করতে এবং স্বাস্থ্যবিধির উপর ব্যপক ভিত্তিক প্রচারণা চালানোর আহবান জানাচ্ছি।

http://www.anandalokfoundation.com/