আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে বৃহস্পতিবার রাত ৮ টায় ফরিদপুরের সালথা থানার অর্থায়নে রুবেল খন্দকার নামে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী রুবেল খন্দকার উপজেলার মাঝোরদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, তদন্ত অফিসার সুব্রত গোলদার, এসআই আঃ সালাম সহ পুলিশ অফিসার বৃন্দ।
পরে পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে রাতে থানা চত্তরে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেন সালথা থানা পুলিশ।