পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ অডিটরিয়ামে কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, শ্রেণী শিক্ষক মোঃ সফিয়ার রহমান, আব্দুল আলিম ও মোঃ শহিদুল ইসলাম। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী দ্বীপ শিখা মন্ডল, ঐশি আক্তার দোলন, সাকিবা ইয়াসমিন উর্মি, মানপত্র পাঠ করেন শিক্ষার্থী নূপুর মৃধা। অনুষ্ঠান শেষে কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফসিয়ার রহমান ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।