14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ইটের হেরিং বন্ড রাস্তা নির্মাণ

Link Copied!

পাইকগাছায় মুক্তিযুদ্ধের ৫০ বছরে আওয়ামীলীগের ভোট ব্যাংক হিসেবে খ্যাত খড়িয়ার ভড়েঙ্গার চকে ইটের হেরিং বন্ড রাস্তা নির্মিত হচ্ছে। চলাচলের অযোগ্য এ রাস্তা নির্মানের জন্য এলাকার মানুষ বহুদিন ধরে দাবী করে আসছিল। সরেজমিন গেলে স্থানীয়রা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকার্ডের প্রশংসা করে বলেন গত সংসদ নির্বাচনের পুর্বে অবহেলিত এ রাস্তা নির্মানে এমপি-আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তা এখন কার্যকর হচ্ছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অধিদপ্তর সুত্র জানিয়েছেন,২১-২২ অর্থ বছরে লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গার চক
হতে লেবুবুনিয়া অভিমুখি নির্মল মিস্ত্রীর বাড়ী পর্যন্ত ২ কিঃ মিটার হেরিং বন্ড রাস্তার নির্মানের জন্য ১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ হয় যার কাজ এগিয়ে চলছে।

এলজিইডি অধিদপ্তরের তত্বাবধানে স্বাধীন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্টান যার বাস্তবয়ন করছেন। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান বলেন,বহুদিন পর সংসদ মহোদ্বয়ের চেষ্টায় রাস্তা নির্মিত হচ্ছে এ ছাড়া রাস্তার বাকি অংশ নির্মানে অচিরেই টেন্ডার সম্পন্ন হবে।

 

http://www.anandalokfoundation.com/