14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় মাদ্রাসা শিক্ষক কর্ত্তৃক যৌতুকের দাবীতে গর্ভবতী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

Biswajit Shil
December 16, 2019 6:42 pm
Link Copied!

মো.আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় যৌতুকের দাবীতে এক মাদ্রাসা শিক্ষক কর্ত্তৃক গর্ভবতী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত নারী জান্নাতুল ফেরদৌস (২০) গত ১২ ডিসেম্বর পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

আহত জান্নাতুল ফেরদৌসের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চক শ্রীপুর গ্রামের আব্দুর রহিমের কন্যা জান্নাতুল ফেরদৌসের সাথে একই গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র ও ধামইরহাট উপজেলার আবিলাম ফাজিল মাদ্রাসার শিক্ষক মো. শরিফুল ইসলামের সাথে গত ১৫জুলাই ২০১৯ তারিখে বিয়ে হয়। বিবাহের পর থেকেই শরিফুল ইসলাম ১০ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীর সাথে দূরব্যবহার করে আসছিল। স্ত্রী জান্নাতুল ফেরদৌসের পরিবারের পক্ষ থেকে ৫লাখ টাকা যৌতুক প্রদানের জন্য সম্মত হলেও শরিফুল ইসলাম ও তাঁর পরিবার রাজী হয়নি।

এ নিয়ে গত ১২ ডিসেম্বর স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মো. শরিফুল ইসলাম তাঁর অন্তসত্তা স্ত্রীকে বেধড়ক মারপিট করে। পরে জান্নাতুল ফেরদৌসের পরিবারের সদস্যরা খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে একই দিনে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। বর্তমানে জান্নাতুল ফেরদৌস পত্নীতলা স্বাস্থ্য কেন্দ্রেই চিকিৎসাধীন রয়েছে। আহত জান্নাতুল ফেরদৌসের সাথে কথা বললে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী পেটের সন্তান নষ্ট করে দেওয়ার জন্য আমাকে বার বার চাপ প্রদান করে আসছে।

এ বিষয়ে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ খালিদ সাইফুল্লাহ জানান, আহত জান্নাতুল ফেরদৌসের শরীরের বিভিন্ন স্থানে ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করার চিহ্ন দেখা গেছে। রোগীর পেটের সন্তান সুস্থ আছে বলেও তিনি জানান।

http://www.anandalokfoundation.com/