14rh-year-thenewse
ঢাকা আজ মঙ্গলবার জুলাই 29, 2025
শিরোনাম

৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫-এর দুটি প্রতিযোগিতা সমাপ্ত

আইমার্ট ও কম্পিউটার মার্ট বন্ধে অনিয়মের অভিযোগ প্রবাসী ব্যবসায়ী আখতারুজ্জামানের

২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি

গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ -তথ্য সচিব

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন সেবা সংস্থাগুলোর সমন্বয়: ডা. শাহাদাত

জনদুর্ভোগ সৃষ্টি না করে ন্যায্য ও ন্যায়সংগত দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করার আহ্বান শিক্ষা উপদেষ্টার

মাইলস্টোন ক্ষতিগ্রস্তদের সেবা প্রদানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উদ্যোগ

আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম

Link Copied!

প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবিকে পঞ্চগড়  জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।
শিক্ষা পদক কমিটির সভাপতি পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও কমিটির সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি স্বরূপ তাঁকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এদিকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফারুক আলম টবিকে রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন এমপি, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, পৌর মেয়র মো. আজাহার আলী, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আওয়ামীলীগ, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অধ্যাপক ফারুক আলম টবি। তাঁর দাদা মরহুম মোজাহারউদ্দীন হোসেন বৃহত্তর রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভাষা সৈনিক ছিলেন। তাঁর বাবা মোছাদ্দেকুল আলম খোকা ভাষা সৈনিক ও বোদা উপজেলা আওয়ামীলীগের ১৯৭২ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সাধারন সম্পাদক ছিলেন। অধ্যাপক ফারুক আলম টবি পাথরাজ সরকারি কলেজের অধ্যাপনা পেশা থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ২০১৯ সাালে ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
http://www.anandalokfoundation.com/