বে ওভালে সিরিজের প্রথম টেস্টের ২য় দিনে বাংলাদেশের দাপুটে বলিং তোপে স্বাগতিক নিউজিল্যান্ডকে অলআউট করে বাংলাদেশ।
প্রথম দিনের ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে নিউজিল্যান্ড। তবে ২য় দিনের প্রথম সেশনেই ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। মাত্র ৭০ রান যোগ করে নিউজিল্যান্ড।
শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ৩২৮ রানে থামালো টাইগার বোলাররা। শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন সমান ৩টি করে উইকেট। মুমিনুল হকের দখলে ২টি এবং এবাদত হোসেন নিয়েছেন ১ উইকেট নেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান ১ উইকেট।