14rh-year-thenewse
ঢাকা আজ বুধবার আগস্ট 13, 2025
আজকের সর্বশেষ সবখবর

নারীর অধিকার ও মর্যাদাবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান -গণতন্ত্র মঞ্চ

ডেস্ক
May 6, 2025 2:44 pm
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীমূর্তি ঝুলিয়ে জুতাপেটা করা সমগ্র নারী জাতির বিরুদ্ধে চরম অবমাননাকর। নারীর অধিকার ও মর্যাদাবিরোধী এইসব কর্মকান্ডের বিরুদ্ধে রাজনৈতিক দল ও দেশবাসির প্রতি সোচ্চার হওয়ার আহবান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে নারী সংস্কার কমিশনের সুপারিশকে কেন্দ্র করে গত ক’দিন ধরে কিছু মহল থেকে কমিশনের সদস্যদের বিরুদ্ধে যেভাবে  অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও তাদেরকে হুমকি দেয়া হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নারী কমিশনের সুপারিশ ঘিরে তাদের এসব তৎপরতা রুচি ও শালীনতার সকল সীমাও অতিক্রম করে গেছে। এসব কর্মকান্ড দেশের নারীদের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে,  তাদের মধ্যে এক ভয়ানক আতংকও তৈরী করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ  বলেন,  গত ৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নারীমূর্তি ঝুলিয়ে যেভাবে প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে, নারীর সম্মান ও মর্যাদায় বিশ্বাসী কোন সভ্য সমাজ তা গ্রহণ করতে পারেনা। এই ঘটনা নারীর বিরুদ্ধে এক ভয়ংকর বার্তা দিচ্ছে তা জুলাই – আগস্ট গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি।

নেতৃবৃন্দ বলেন, নারী সংস্কার কমিশনের কোন সুপারিশ সম্পর্কে কারও ভিন্নমত  বা আপত্তি থাকতে পারে। একটা গণতান্ত্রিক সমাজে এটাই স্বাভাবিক। রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতেই সুপারিশ গৃহীত হবে।কিন্তু আলাপ আলোচনার আগেই কমিশনের বিরোধীতা করতে যেয়ে যে তৎপরতা চালানো হচ্ছে তা জবরদস্তিমূলক এবং নব্য ফ্যাসিবাদী মনোভাবেরই বহিঃপ্রকাশ। যেভাবে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি তোলা হচ্ছে তা নিন্দনীয়, এতে করে নারীদের অবমাননা করা হয়েছে এবং স্বাধীনভাবে নারী সংস্কার কমিশনের কাজে বাধাগ্রস্ত করবে।

নেতৃবৃন্দ বলেন, জুলাই – আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্যে বিরুদ্ধে এবং এই গণঅভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নারীর এই অগ্রণী ভূমিকাকে এত তাড়াতাড়ি অস্বীকার করে তাদের বিরুদ্ধে যেভাবে একটি মহল ঘৃণ্য অপতৎপরতায় লিপ্ত হয়েছে তাতে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসমূহের নিরব ভূমিকা এক বিস্ময়কর ব্যাপার। নেতৃবৃন্দ বলেন, নারীর সাংবিধানিক- গণতান্ত্রিক অধিকার ও মর্যাদায় বিশ্বাসী হলে এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ও সরকারকে তাদের অবস্থান পরিস্কার করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ নারীর অধিকার ও মর্যাদা বিরোধী নারীবিদ্বেষী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হতে দেশের নারী সমাজসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক,গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী  জোনায়েদ সাকি, ভাসানী  জনশক্তি পার্টির চেয়ারম্যান, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম,জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

http://www.anandalokfoundation.com/