13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ার গির্জার ছাদ ধসে ৬০ জন নিহত

admin
December 11, 2016 11:39 am
Link Copied!

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গির্জার ছাদ ধসে পড়ে অন্তত ৬০ জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বেশি এবং এখনো অনেকে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) উয়ো শহরে এঘটনা ঘটে।

রবিবার (১১ ডিসেম্বর) সকালে প্রত্যক্ষদর্শী এবং কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে গার্ডিয়ান ও বিবিসির।

খবরে বলা হয়েছে, গির্জাটিতে তখন নতুন বিশপের অভিষেক অনুষ্ঠান চলছিল। গির্জাটি নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি এবং শ্রমিকেরাও গত কিছুদিন যাবত অভিষেক অনুষ্ঠানের জন্য দ্রুত নির্মাণকাজ শেষ করার চেষ্টা করছিল। রেজিনার্স বাইবেল চার্চের ঐ অনুষ্ঠানে প্রাদেশিক গভর্নরসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন,  গভর্নর পৌছানোর ২০ মিনিট পর হঠাৎ করেই ছাদটি ভেঙ্গে পড়ে। গভর্নরকে খুব দ্রুত উদ্ধার করা হয়। কিন্তু বাকিরা এতটা ভাগ্যবান ছিল না।

নাইজেরিয়ায় ভবন ধসে পড়ার ঘটনা তুলনামূলকভাবে বেশি। মূলত: নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং নির্মাণ বিধিমালা না মানাকেই এর বড় কারণ হিসেবে বিবেচনা করা হয়। এই ঘটনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি “‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন।

 

 

http://www.anandalokfoundation.com/