মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মান কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে ।
বুধবার সকালে উপজেলার রামপুর বাজারে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এ মসজিদ নির্মান কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সাদেকুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, মোঃ সানোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে প্রতিটি জেলা-উপজেলা একটি করে ৫৬০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের অংশ হিসেবে ১২ কোটি ৩৬ লাখ ৫২ হাজার ৩শত ৯৫ টাকা ব্যায়ে এ মসজিদ নির্মিত হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।