ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা: বছরের শুরুতে নতূন বইয়ের ঘ্রানে আনন্দিত শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কাছে বিনামূল্যে পাঠ্য বই বিতরনের ঘটনা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বে প্রশংসিত হয়েছে। বলেছেন পাইকগাছায় বই উৎসবে খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু ।
আজ বুধবার সকালে উপজেলার লস্কর ইউপির লক্মীখোলা কলেজিয়েট ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষে আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরোও বলেন, দেশ আজ সমৃদ্ধির পথে। মহান মুক্তিসংগ্রামের স্বপ্ন পুরনে এ সরকার বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতি অনুসরন করায় এ প্রজন্মের মানুষ সহ শিক্ষক-শিক্ষার্থীরা মনে প্রানে গ্রহন করে দেশকে আধুনিক শিক্ষায় এগিয়ে নিয়ে যাচ্ছে।
এমপি বাবু আগামী মুজিব বর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে সুন্দরবন সংলগ্ন এ অঞ্চলের মানুষ প্রতি নিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে আছে তাই শিক্ষার্থীদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে পিতা-মাতা ও শিক্ষাগুরুর নির্দেশনা অনুসরনের পরামর্শ প্রদান করেন। লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে ও প্রভাষক মসিউর রহমান ও আবুল হোসেন মোল্লার পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ারুল ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অধ্যক্ষ মেজবাহউদ্দীন,উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবদীন, আ’লীগ নেতা বিভুতী সানা, স্নেহেন্দু বিকাশ,উপজেলা যুবলীগ-নেতা এমএম আজিজুল হাকিম,কেডি বাবু,আকরামুল ইসলাম, ইউপি সদস্য তাজউদ্দীন আহম্মেদ, হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা মানিক,নয়ন সহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ। অনুরূপ ভাবে
পাইকগাছা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় বই উৎসব অনুষ্ঠিত হয় । বিদ্যালয়ের সভাপতি উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাতুল আলম, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খালেকুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন । অনুষ্ঠানে অভিভাবক , শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
অনুরুপ ভাবে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠেয় বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। উপস্থিত ছিলেন, অভিভাবক সহ শিক্ষক বৃন্দ। একই সাথে উপজেলার পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক বই উৎসব উদ্বোধন করেন। ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সরদার বদিউজ্জামানের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন, আজিজুল হক সানা। অনুরূপভাবে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালিত হয়। উল্লেখ্য, উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা পর্যায়ে ৩ লাখ ৬০ হাজার বই, প্রাথমিক পর্যায়ে ১৯৫টি বিদ্যালয়ে ২৭ হাজার ছাত্র-ছাত্রীর মাঝে ১ লাখ ১০ হাজার বই বিতরণ করা হয়েছে।