আবু নাসের হুসাইন: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন আওয়ামী কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, তরুন সমাজ সেবক, বিশিষ্ট ব্যাবসায়ী কাজী শাহ্ জামান বাবুল।
নির্বাচন সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করছেন তিনি। উপজেলার একাধিক ভোটার জানান, মানুষের বিপদে-আপদে তিনি পাশে দাড়িয়েছেন। এখন তিনি এলাকার মানুষের সেবা করতে চাচ্ছেন। তাই এলাকার মানুষ তাকে চেয়ারম্যান পদে দাড় করিয়েছেন।
মানুষের ভালবাসা নিয়ে বাবুল কাজী নির্বাচনে জয়লাভ করবে বলে আশা করছেন এলাকাবাসী। উপজেলা সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শাহ জামান বাবুল এ প্রতিনিধিকে বলেন, এলাকায় ঘুরে সবার কাছে আমি দোয়া চাচ্ছি, মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিচ্ছি। আমি আশা করি এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো।