13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে এবার প্রধানমন্ত্রীর চার দিনের ভারত সফর

admin
October 2, 2019 1:19 pm
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার সফর ভারত। তাঁর এবারের চার দিনের সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তার পানিবণ্টন এই দুটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এই দুটি বিষয় ছাড়াও শনিবার দ্বিপক্ষীয় বৈঠকের পর যোগাযোগ, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সর্বমোট ৮টি সমঝোতা স্বাক্ষর হতে পারে। বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

চার দিন সফর শেষে প্রধানমন্ত্রী রোববার বিকালে দেশের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন। বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

হাইকমিশনার বলেন, তিস্তা ও রোহিঙ্গা ইস্যুসহ সব বিষয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হবে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আমরা কোনো ধারণা পোষণ করতে পারছি না।

http://www.anandalokfoundation.com/