14rh-year-thenewse
ঢাকা আজ সোমবার জুলাই 28, 2025
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মেডিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতির ডাক

admin
February 6, 2017 12:28 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক শিক্ষানবিশ চিকিৎসকের (ইন্টার্ন) ওপর হামলা করার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। হামলাকারীদের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে ওই কর্মসূচি দিয়েছেন তাঁরা।

আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষানবিশ চিকিৎসকরা এ ঘোষণা দেন। কর্মবিরতি অনির্দিষ্টকাল চলবে বলে জানিয়ে দেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

তবে হাসপাতালে অন্য চিকিৎসকদের সেবা অব্যাহত আছে। শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।  মামলা দায়েরের পর এ ব্যাপারে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

 গতকাল শনিবার হাসপাতালেই শিক্ষানবিশ চিকিৎসক ফারহানা আফরিনের ওপর হামলার ঘটনা ঘটে।

একই সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, গতকাল শনিবার রাতে  ২০৫ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকরা যান। তখন এক নম্বর বেডের পাশে অনেক দর্শনার্থীকে দেখতে পান তাঁরা। অনেক দর্শনার্থী রোগীর জন্য ক্ষতিকর এবং ভদ্রভাবে তাঁদের বের হতে বলা হয়।  কিছু উচ্ছৃঙ্খল দর্শনাথী জোর করে ওয়ার্ডে অবস্থান নেয়। তারা নারী চিকিৎসককে ধাক্কা মেরে ফেলে দেয় এবং দরজার কাচ ভেঙে ওই নারী চিকিৎসক ফারহানা আফরিনকে আঘাত করে। এতে ফারহানার ডান হাতের তালু কেটে যায়।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক লাঞ্চিত হওয়ার  ঘটনায়  সার্জারি বিভাগের অধ্যাপক তপন কুমার সাহাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।

এ ঘটনায় এরইমধ্যে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়।

কর্মবিরতির ব্যাপারে ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইফাত সামি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া, প্রতিটি ওয়ার্ডে ইমার্জেন্সি এলার্ম সিস্টেম চালুসহ চার দফা দাবিতে কর্মবিরতির ডাক দেন চিকিৎসরা। পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত একটি বাহিনী ২৪ ঘণ্টা হাসপাতালে রাখার দাবিও জানান তাঁরা।

এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে কোনো আশ্বাস না পেলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন বলে জানান ইফাত সামি।

ইফাত সামি আরো বলেন, ‘পরিচালক আশ্বাস প্রদান করেছেন, তিনি এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আশা করছি আগামীকালের মধ্যেই বিষয়টি নিয়ে কথাবার্তা হবে। আমরাও আশা করছি আগামীকালের মধ্যে কাজে যোগ দেব। আমরা চাই না রোগীরা বিনাচিকিৎসায় থাকুক।’

এদিকে হাসপাতালের উপপরিচালক খাজা আবদুর গফুর বলেন, ‘আমাদের অনেক সিনিয়র চিকিৎসক আছে। তারা কাজ করছে। এ হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না। আশা করি শিক্ষানবিশ চিকিৎসকরা দ্রুতই কাজে যোগ দিবে।’

http://www.anandalokfoundation.com/