14rh-year-thenewse
ঢাকা আজ বুধবার আগস্ট 13, 2025
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে গাঁজাসহ গ্রেপ্তার -১ 

Link Copied!

মাদারীপুরের ডাসারে গাঁজাসহ  রাসেল বেপারী(২৮) নামে এক মাদক ব্যবসায়ী গেপ্তার হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় যে, বরিশাল র্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল  সোমবার (১১ এপ্রিল)  দুপুর ২ টার দিকে  উপজেলার খিল গ্রামের বেলতলা থেকে ৫৪০ গ্রাম গাজাঁসহ রাসেল বেপারীকে গেপ্তার করে।পরে ডাসার থানায় সোপর্দ করেন।
ধৃত আসামী উপজেলার ডাসার ইউনিয়নের আবদুল মান্নান বেপারীর ছেলে। খরব নিয়ে জানাযায় যে, আসামী রাসেল ব্যাপারী দীর্ঘদিন ধরে লোক্ষ চক্ষুর আড়ালে মাদক ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে ডাসার থানার এস আই হাফিজুর রহমান বলেন, একজন মাদক ব্যবসায়ী রাসের ব্যপারীকে নিয়মিত মামলা রুজু করে  আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
http://www.anandalokfoundation.com/