13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

admin
May 19, 2016 4:42 pm
Link Copied!

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ নারায়নগঞ্জে সাংসদ সেলিম ওসমান কর্তৃক ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চিত করায় ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও সদর উপজেলা শাখা। ঘন্ট্যাপী এ কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জেলা কমিটির সহ সভাপতি সামসুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপেন্দ্র নাথ ঝাঁ, সহ সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। সেই শিক্ষককে প্রকাশ্যে কান ধরে উঠবস করানো এবং সেই মর্মান্তিক কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সমগ্র শিক্ষক সমাজকে কলঙ্কিত করা হয়েছে। যারা এ জঘন্য কাজটি করেছে তারা খুব খারাপ করেছে। তাই দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন যাবেন বলে হুশিয়ারি দেন।

উল্লেখ্য, গত শুক্রবার ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে পিটিয়ে জখম করে স্থানীয় জনতা। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান তাকে কান ধরে উঠবস করতে বাধ্য করেন।

http://www.anandalokfoundation.com/