14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনার ৫ দিন পর মারা গেলেন আজিজুল

Brinda Chowdhury
January 1, 2020 6:03 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জে সড়কে মটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত আজিজুল ইসলাম (৩০) ৫ দিন পর মারা গেছেন।

দূর্ঘটনায় আহত হবার পর ঢাকাতে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে সে মারা যায়। নিহত আজিজুল কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, কালীগঞ্জ থেকে মটর সাইকেলযোগে গত শনিবার রাতে আজিজুল ও তার বন্ধু কোটচাদপুরে যাচ্ছিল। পথিমধ্যে কোটচাদপুরের এলাঙ্গি বাজারে পৌছালে বিপরিত দিক থেকে আসা অপর একটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মটরসাইকেলে থাকা ৪ জনই জখম হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর জখম আজিজুলকে প্রথমে যশোর ও পরদিন ঢাকাতে রেফার্ড করা হয়। ৫ দিন ঢাকার শাহাবুদ্দিন মেডিকেলের আইসিইউ তে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সে মারা যায়। তার লাশ কালীগঞ্জে আসার পর রাত ১০ টায় নলডাঙ্গা ভূষনস্কুল ঈদগাহ মাঠে জানাজা শেষে দাফন করা হবে বলে তার পরিবার নিশ্চিত করেছেন।

http://www.anandalokfoundation.com/