আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ ফুটফুটে চেহারার সদ্যজাত। রবিবার রাতে নির্দয় কোন পাষন্ড মা ফেলে গেছিল ঝিনাইদহ কালীগঞ্জের ষাইটবাড়িয়া গ্রামের পথের পাশে। খালি গায়ে ঠান্ডা আবহওয়ায় কষ্ট পেয়ে কাঁদছিল নবজাতকটি। এ কান্নার আওয়াজ পথচারীরা শুনে এগিয়ে আসেন। শুধু ওই গ্রাম নয়, সমগ্র এলাকাতেই হুলস্থুল পড়ে যায়। ফুটফুটে চেহারার শিশুটিকে দেখতে ক্রমেই উৎসুক জনতার ভীড় বাড়তে থাকে। সকলেই শিশুটিকে দেখছে আর ফেলে যাওয়ার অমানুষের গালমন্দ করতে থাকে। কিন্ত কেউ শিশুটিকে নিতে চায়নি। এক পর্য়ায়ে ওই গ্রামের শারভিনা নামের এক মা মাতৃস্নেহে শিশুটিকে কোলে তুলে নেন। এরপর প্রশাসনের সহযোগীতায় অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য রাত সাড়ে ৯ টার দিকে নিয়ে আসেন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে। সেখানে পৌছে শারভিনা নিজের সন্তানের পরিচয়ে তিনি নাম রাখেন আল হুসাইন। চিকিৎসাধীন হুসাইনের ভালোভাবেই চিকিৎসা সেবা চলছিল। রাতের মধ্যে শিশুটির শারিরীক অবস্থার বেশ উন্নতিও হয়েছিল।
এ দেখে মা শারভিনার খুশির সীমা ছিল না। তার আশা নিজের দুটি মেয়ে আছে। কুড়িয়ে পাওয়া আল হুসাইনকেই নিজের সন্তানের মত করে মানুষ করবেন। কিন্ত সকাল হলেই ঘটলো অঘটন। কেননা বেলা বাড়ার সাথে সাথে ক্রমেই আল হুসাইনের শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে চিকিৎসকেরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শষ্যা হাসপাতালে রেফার্ড করেন। যশোর যাওয়ার পথে গাড়ির মধ্যেই হুসাইন মা শারভিনাকে কাঁদিয়ে চলে গেলো না ফেরার দেশে। শারভিনা খাতুন ওই গ্রামের হারুন আর রশিদের স্ত্রী ।
ওই গ্রামের ইউপি সদস্য নান্নু মিয়া জানান, শনিবার সন্ধ্যার পরে কে বা কারা শিশুটিকে তাদের গ্রামের রাস্তার পাশে ফেলে রেখে যায়। পথচারীরা কান্নাকাটির শব্দ শুনে কাছে গিয়ে দেখতে পান ফুটফুটে চেহারার একটি শিশুকে ছেড়া কাপড়ের ওপর শোয়ানো রয়েছে। পরে শিশুটিকে দেখতে এলাকার মানুষের ভীড় জমে যায়। কিন্ত ঠান্ডা আবহাওয়ায় কাঁপছিল শিশুটি। এমন অবস্থায় গ্রামের হারুর অর রশিদের স্ত্রী শারভিনা খাতুন নিজের সন্তানের মত করে শিশুটিকে কোলে তুলে নেন। তিনি শিশুটিকে নিজের সন্তানের মত করে লালন করবেন বলে। নান্নু মিয়া আরও জানান, শিশুটিকে দেখার জন্য এলাকার অনেক মানুষ এসেছিল। কিন্ত কেউ শিশুটিকে আপন করে নেয়নি। তবে মাতৃস্নেহে শারভিনা কোলে তুলে নেয়ায় সকলে তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্ত দুঃখের বিষয় শিশুটিকে বাঁচানো গেলো না।
শারভিনা খাতুনের সাথে কথা বললে তিনি কাঁদতে কাঁদতে বলেন,মাইশা ও তানজিমা নামের আমার নিজের ২ টি মেয়ে আছে। কোন ছেলে সন্তান নেই। বাড়ির পাশে হুসাইনকে পেয়ে মনে মনে নিজের সন্তান ভেবে অনেক আশা করেছিলাম। ভেবেছিলাম হুাসাইনকে তার নিজের সন্তানের মত করে বড় করবেন। এবার বুঝি জীবনে ছেলের অভাবপূর্ণ হলো। কিন্ত মনের আসা জাগিয়ে দিয়ে সে ছেড়ে চলে গেলো।
কালীগঞ্জ হাসপাতালের চিকিৎসক অরুন কুমার বিশ্বাস জানান, শিশুটির বুকে ঠান্ডা জনিত কফ ছিল। তারপরও রাতে কিছুটা উন্নতি হয়েছিল। আবার সকালেও ভালো মনে হচ্ছিল। কিন্ত হঠাৎ শা¦সকষ্ট দেখা দিলে তাকে যশোর মেডিকেলে রেফার্ড করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, একটি নবজাতক কে বা কারা ফেলে গেছে খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলেন। কিন্ত শিশুটির ঠান্ডাজনিত কারনে অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি করা হয়। সে সময়ে ওই গ্রামের শারভিনা খাতুন নামের এক গৃহিনী তাকে নিজ সন্তানের মত করে সেবাদিতে থাকে। কিন্ত রবিবার শিশুটির মৃত্যুর খবর টি আমাকেসহ সকলকে কষ্ট দিয়েছে।