14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে পাখির নিরাপদ আবাসস্থল স্থাপন

admin
December 6, 2017 5:45 pm
Link Copied!

মোস্তাফিজুর রহমান উজ্জল:   পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাখিদের নিরাপদ জীবন-যাপনের সুবিধার্থে ঝিনাইদহে পাখির কৃত্রিম বাসা স্থাপন করা হয়েছে।

মোস্তফা আজিজ আর্ট স্কুলের সহযোগিতায় ভোর হোল সাংস্কৃতিক বিদ্যালয় ও ঝিনেদা থিয়েটারের আয়োজনে ০৫.১২.২০১৭ ইং মঙ্গলবার ও ০৬.১২.২০১৭ ইং বুধবার হরিণাকুন্ডুর বিভিন্ন গ্রামে এ কর্মসূচী পরিচালিত হয়। মোস্তফা আজিজ আর্ট স্কুলের পরিচালক শফিক মাহমুদ জানান, দু’দিন ব্যাপী হরিণাকুন্ডুর কায়েতপাড়া বাওড়সহ বিভিন্ন গ্রামের গাছে গাছে পাখির জন্য মাটির কলস বেঁধে দেওয়া হয়। এসময় হাবিবুর রহমান, আলামিন হোসেন, লিংকন, কামাল, পারভেজ, হাসুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ধরনের মহতি কাজের জন্য মুক্তিযোদ্ধা শিল্পী আজিজুর রহমান আজিজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক লিকুসহ সমাজের প্রগতিশীল মানুষ অভিনন্দন জানিয়েছেন।

http://www.anandalokfoundation.com/