13yercelebration
ঢাকা

ঝিনাইদহে জহির রায়হান গণগ্রন্থগার উদ্ভোধন

Rai Kishori
February 21, 2019 10:15 pm
Link Copied!

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে এসো দেশ গড়ি জহির রায়হান গণগ্রন্থাগার উদ্ভোধন করা হয়েছে।

এ সময় শহিদদের স্বরণে নগরবাথান বাজার এলাকায় একটি র‌্যালী বের করা হয়। বৃহস্পতিবার দুপুরে এই আয়োজন করা হয়।

সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও এস এ টিভি, বণিকবার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, গনগ্রন্থাগারের স্বত্তাধিকারী বৃক্ষ ও জীব বৈচিত্রপ্রেমী জহির রায়হান, মুভিবাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম নিরবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সে সময় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এলাকার সচেতন মহল মনে করেন, নগরবাথান বাজারে জহির রায়হান গণগ্রন্থগার প্রতিষ্ঠা হওয়ায় ফলে অত্র এলাকার শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে।

http://www.anandalokfoundation.com/