13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জ্ঞানবাপী মসজিদে পুজোর অনুমতির রায় বহাল

Link Copied!

ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক  জ্ঞানবাপী মসজিদের ‘ব্যস জি কা তয়খানাতে’ পূজাপালনের ওপর স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে  আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এর ফলে জ্ঞানবাপী মসজিদের অন্দরে হিন্দুদের পুজোর অনুমতির রায় বহাল রাখল।

আজ সোমবার(২৬ ফেব্রুয়ারি) বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের সিঙ্গল বেঞ্চ এদিন এই রায় দেয়।
ভারতের বারণসী আদালত গত ৩১ জানুয়ারি পূজা পালনের অনুমতি দেন। এর পরদিন ১ ফেব্রুয়ারি থেকেই জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পূজা শুরু করেছিলেন হিন্দুরা। জ্ঞানবাপীর বেসমেন্টে পুজার্চনা শুরু হওয়ায় পূজাপালনের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় মুসলিম আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। আজ সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট।

আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল বলেন, ‘জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পূজাপালন অব্যাহত থাকবে।’

আজ সোমবার এলাহাবাদ হাইকোর্ট মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দেয়। অর্থাৎ জ্ঞানবাপী মসজিদের ‘ব্যস জি কা তয়খানাতে’ হিন্দুদের পুজোপাঠ জারি থাকবে। কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্ট কী ভাবে জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পুজো করার অনুমতি পায়, এই নিয়ে আপত্তি তুলেছিল মুসলিম পক্ষ। কিন্তু, এলাহাবাদ হাইকোর্টে এদিন বারাণসী জেলা বিচারকের ৩১ জানুয়ারির রায়ই বহাল রাখল। অর্থাৎ হিন্দুরা জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পুজো চালিয়ে যেতে পারবে। বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের সিঙ্গল বেঞ্চ এদিন এই রায় দেয়।

মুসলিম পক্ষ যদি এবার সুপ্রিম কোর্টে আবেদন জানায়, সে ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে? জবাবে হিন্দু পক্ষের আইনজীবী বলেন, ‘যদি আঞ্জুমান ইন্তেজামিয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তবে আমরাও ক্যাভিয়েট দাখিল করব শীর্ষ আদালতে।’ অপর আইনজীবী প্রভাস পাণ্ডে বলেন, ‘বারাণসী জেলা আদালতের বিচারকের রায়ে আপত্তি জানিয়ে মুসলিম পক্ষ যে আর্জি রেখেছিল তা এদিন বিচারপতি খারিজ করে দিয়েছেন। হিন্দুরা পুজো চালিয়ে যেতে পারবেন। জেলাশাসক যেমনভাবে জ্ঞানবাপী মসজিদের তয়খানাতে পুজার্চনার ব্যবস্থা করে দিয়েছেন, তা চলবে। এটা সনাতন ধর্মের বড় জয়।’

বর্ষীয়ান আইনজীবী হরি শংকর জৈন বলেন, ‘এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। হাইকোর্ট জানিয়ে দিয়েছে অর্থাৎ পুজো চলবে। ১৯৯৩ সাল পর্যন্ত হিন্দুরা ব্যস জি কা তয়খানাতে পুজো করত। বেআইনিভাবে তাদের থামিয়ে দেওয়া হয়। মুসলিম পক্ষ চাইলে এবার সুপ্রিম কোর্টে যেতেই পারে। তবে আমরাও বিরোধিতা করার জন্য প্রস্তুত।’

আইনজীবী সুভাষ নন্দন চতুর্বেদী বলেন, ‘১৯৯৩ সালে হিন্দুরা সেখানে পুজো করতে এ কথা এবার হাইকোর্টও মান্যতা দিল। কোনও নথি কিংবা নির্দেশ ছাড়াই পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে জেলা আদালতের রায়ই বহাল রাখা হল। হিন্দুদের পক্ষেই রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ লকমিটির আর্জি খারিজ হয়ে গিয়েছে।’

হিন্দু পক্ষের এই জয়ের পর আইনজীবী বিষ্ণু শংকর জৈন বলেন, ‘আঞ্জুমান ইন্তেজামিয়ার প্রথম আবেদনই খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। ১৭ এবং ৩১ জানুয়ারি বারাণসী জেলা আদালতের রায় বহাল রাখার কথা জানিয়েছে হাইকোর্ট। অর্থাৎ জ্ঞানবাপী মসজিদের ব্যস জি কা তয়খানাতে পুজো চলবে।’

হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শংকর জৈনের আরও দাবি, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের রিপোর্ট এবং সেখানে প্রকাশিত হিন্দু মূর্তি ও চিহ্নের ছবিগুলি আমাদের দাবি প্রমাণ করেছে। মসজিদ নির্মাণের সময় মন্দিরের কিছু দেওয়াল এবং মূর্তি একইরকমভাবে রেখে দেওয়া হয়েছিল। ASI সার্ভেই সেটির প্রমাণ। ১৭ শতাব্দিতে ঔরঙ্গজেবের সময়ই হিন্দু মন্দির ভেঙে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল, সে বিষয়ে আমরা নিশ্চিত। এই মসজিদের নীচেই ছিল অধীশ্বরের বড় মন্দির।’

http://www.anandalokfoundation.com/