ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ১১টায় কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও প্রিন্সিপাল রুবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবুল কাশেম। বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সহ-সভাপতি ডা. মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, অর্থ সম্পাদক মো. শুয়াইবুর রহমান, সাংবাদিক হেলাল আহমদ, অভিভাবক শুভ্র দেব প্রমূখ।
এসময় শিক্ষক শুয়েবুর রহমান, শিক্ষিকা মাহফুজা আক্তার বিলকিছ, ছামিয়া বেগম, তামান্না বেগমসহ শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী জাহিদুল ইসলাম। এরআগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভাশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।