13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গেন্ডারিয়ার দুটি ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের ভোটদানে বাধা

admin
December 30, 2018 2:38 pm
Link Copied!

সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ এবারের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসনের মানুষ ইভিএম ভোট পদ্ধতিতে খুব ভালোভাবেই মানুষ প্রদান করছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত। অল্প সময়ের মধ্যে ইভিএম মেশিনের সাহায্যে এ ভোট প্রদান করতে পারছেন ভোটাররা।

এই আসনের মানুষ ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে পেরে খুবই আনন্দিত। সূত্রাপুরের কমমোপলিটান স্কুল এন্ড কলেজ সেন্টারে সুন্দর পরিবেশে নির্বাচন চলছে। গেন্ডারিয়ার কোব্বাত সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দর পরিবেশে ইভিএমে ভোট চলছে।

সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে সুনদর পরিবেশে ভোট চলছে। গেন্ডারিয়া ইস্ট এন্ড ক্লাব সেন্টারেও সুন্দর পরিবেশে ভোট প্রদান করছেন ভোটাররা।

গেন্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনিজা রহমান স্কুল, এ দুটি সেন্টারে সন্ত্রাসীরা ভোটদানে ভোটারদের বাধা দিচ্ছেন। নিজের পছন্দের মতো ভোটারদের সেন্টারে ঢুকাচ্ছে সন্ত্রাসীরা।

যারা শুধুমাত্র লাঙ্গলে ভোট দিবেন সন্ত্রাসীরা তাদের বেছে বেছে এই ভোট কেন্দ্র দুটিতে ভোট দিতে দিচ্ছেন। পরিচিত মুখ ছাড়া অন্য কাউকে ঢুকতে দিচ্ছেন না সন্ত্রাসীরা। হিন্দু মহিলা ভোটাররাও এই কেন্দ্র দুটিতে ভোট দিতে পারছেন না।

এমনকি ভোটার নম্বরের স্লিপগুলো সন্ত্রাসীরা ছিঁড়ে ফেলে দিয়েছেন। ভোটাররা সিরিয়াল নম্বর ছাড়া ভোটকেন্দ্রে ঢুকলে ওখানকার দায়িত্বপ্রাপ্ত এজেন্ট ও পুলিং অফিসাররা ভোটারদের বের করে দিচ্ছেন ভোটার নম্বর আনার জন্য।

ভোটাররা ভোটার স্লিপ ছাড়া ভোট দিতে পারছেন না বলেই সরেজমিন তদন্ত করে দেখা সত্যতা পাওয়া গেছে। আমি নিজে ভোট দিতে গিয়ে এ সমস্যার সম্মুখীন হয়েছি। অনেক ভোটার স্মার্টকার্ড সাথে নেওয়ার পরও ভোটার স্লিপ না সাথে না থাকার কারণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছেন ভোটারদের।

http://www.anandalokfoundation.com/