অসীম মোহন্ত,নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি। বগুড়ার নন্দীগ্রামে ঢাকা ফেরত গার্মেন্টস কর্মীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।
আজ (১৭ এপ্রিল) দুপুরে সরকারী নির্দেশ অমান্য করে ট্রাকে করে লুকিয়ে বাসাতে ফিরে গার্মেন্ট কর্মী পরিতোষ রায় ও তার স্ত্রী। খবর পেয়ে পুলিশ প্রশাসন এসে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়।
সরেজমিন জানা যায়, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে দামুয়াপাড়া নিবাসী পরিতোষ রায় ও তার স্ত্রী কাজ করত ঢাকার পোষাক কারখানাতে।
সরকারী নির্দেশনা অনুযায়ী পোষাক কারখানা বন্দ হবার কারনে বিপাকে পড়ে পোষাক কারখানার শ্রমিকরা। লক ডাউন করা হয় ঢাকা শহর। ফলে কার্যত দিশেহার হয়ে যায় পোষাক শ্রমিকরা। কাজ বন্দ তাই তাই সংসার চালানো কঠিন হয়ে পড়ে হয়ে তাদের। ঢাকা শহর লক ডাউন ও গণপরিবহন বন্দ থাকার কারনে বাড়ি ফেরার জন্য দিশেহারা হয়ে পড়ে তাঁরা।
এমন পরিস্থতিতে সরকারী নির্দেশ অমান্য করে ঢাকা ছেড়েছে অনেকেই।
পুলিশ প্রশাসন থেকে জানানো হয়, কোভিড-১৯ সংক্রামন থেকে বাঁচার জন্য তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাঁরা সুস্থ্য আছে।
গার্মেন্ট কর্মী পরিতোষ রায় বলেন, কাজ না থাকায় সংসার চালানো তাদের কঠিন হয়ে পড়ে। ফলে অনেকটা বাধ্য হয়ে আসতে হয় তাদের।