ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ খাল অতিরিক্ত বৃস্টি ও খাল কাটা একদিকে বেশীর হওয়ার কারনে খালের পাড় ভেঙ্গে খালের পাড়ের বসতিঘর ধসে যাচ্ছে এই সংবাদ পেয়ে সোমবার মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল গড়িয়াদহ খালের পাড়ে গিয়ে খালের পাড় ভাঙ্গনের বসতিদের সাথে কথাবাত্রা বলেন ও খাল ভাঙ্গন পরিদর্শন করেন।
এ সময় সঙ্গে ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, দূর্যোগ মোকাবেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ইদ্রিস আলী মোল্যা পান্নু, সদস্য সচিব মৃধা বদিউজ্জামান বাবলু, ইউপি সদস্য আলাল শেখ, সেলিম শিকদার, আড়পাড়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান মোল্যা আসাদ সহ স্থা নীয় গণ্যমান্য ব্যাক্তি প্রমুখ ।
পরিশেষে দেখা যায় গ্রামের মানুষ দূর্যোগ মোকাবেলা কমিটি গঠন করে গড়িয়াদহ খাল ভাঙ্গন রোধের কাজ শুরু করেছে । আরও জানা যায় মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ভাঙ্গন রোধের কাজের জন্য সরকারীভাবে আর্থিক সাহায্যে করবে বলে জানা যায়।