13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোরবানির বর্জ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার নির্দেশ মেয়র তাপসের

Rai Kishori
August 1, 2020 9:54 am
Link Copied!

কোরবানির পর পরই আমাদের প্রধান ইস্যু হয়ে দাঁড়ায় কোরবানির বর্জ্য। এবার কোরবানির বর্জ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ শেষ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার (১ আগস্ট) বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তাপস বলেন, রাত ১২টা এক মিনিট থেকে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। হাটকেন্দ্রীক সব বর্জ্য অপসারণ হচ্ছে। এজন্য সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে।

মেয়র বলেন, কোরবানির বর্জ অপসারনে দুপুর দুইটা থেকে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। এরপর থেকে নগরীর সব বর্জ্য সম্পূর্ণ অপসারণ করা হবে। এজন্য সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/