স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেযায় ঝিনাইদহÑ৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবাগত কমিটির নেতৃবৃন্দ।
আজ শনিবার সন্ধায় কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে শ্রমিকলীগ নেতৃবৃন্দ তাদেরকে শুভেচ্ছা জানান।
শ্রমিকলীগ ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক আব্দুল হান্নান ও যুগ্ন আহবায়ক আজিজুল ইসলাম যৌথ সাক্ষরিত গত ২৮/১০/১৯ তারিখে দলীয় প্যাডে ৪৫ সদস্য বিশিষ্ট কালীগঞ্জ পৌর কমিটির অনুমোদন দেয়।
ওই কমিটিতে আবুল কাশেম সভাপতি, মাসুদুর রহমান সোহাগ সাধারন সম্পাদক ও মিজানুর রহমান কে সাংগাঠনিক সম্পাদক করা হয়েছে। শ্রমিক লীগের কালীগঞ্জ পৌর শাখার সভাপতি আবুল কাশেম জানান, নবগঠিত কমিটির পক্ষ থেকে কালীগঞ্জের জনপ্রতিনিধি সহ জেলার নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়েছেন।