14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে হত্যা মামলার স্বাক্ষীর পরিবারের নির্যাতনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে হত্যা মামলা ও পিবিআই সদস্যদের মারপিট মামলার আসামী কর্তৃক ওই মামলার সাক্ষীর পরিবারের প্রতি নির্যাতন ও প্রতিনিয়ত জীবননাশের হুমকি দিয়ে আসছে কালীগঞ্জে পৌরসভার সাবেক মেয়র মোস্তাাফিজুর রহমান বিজু এবং তার পরিবার। হত্যা ও পিবিআই সদস্যদের মারপিট মামলার সাক্ষীর পরিবারের প্রতি নির্যাতন ও জীবননাশের হাত থেকে রেয়াই পেতে সংবাদ সম্মেলন করেছে তারিকুল ইসলাম পলাশ নামে এক ব্যবসায়ী। তরিকুল ইসলাম পলাশ শহরের আড়পাড়া গ্রামের মৃত জালাল উদ্দীন বিশ্বাসের পুত্র।

শনিবার বেলা ১২ টায় কালীগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানায়, গত ২০১৯ সালে মেয়র বিজুর পরিবারের সদস্যদের হাতে খুন হয় তাদেরই ভাইপো হাফেজি পড়–য়া ছাত্র শিশু আল-আমীন। এ হত্যা ঘটনায় আলামত উদ্ধারের জন্য ঝিনাইদহ পিবিআই এর একটি টিম মেয়র বিজু’র বাড়িতে তদন্তে গেলে তাদেরকে মারপিট করে মেয়র বিজুর পরিবারের সদস্যরা।

এ দুটি ঘটনার স্বাক্ষী হয় তরিকুল ইসলাম পলাশ। এতেই ক্ষিপ্ত হয়ে সাবেক মেয়র বিজু, তার ভাই ডাবলু ও লাবলু সহ তার পরিবকারের সদস্যরা একের পর এক পলাশের পরিবারের উপর হামলা নির্যাতন করে আসছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত পলাশের বড় ভাই ফারুক হোসেন জানায়, এ দুটি মামলার স্বাক্ষী হওয়াতে আমাদের প্রতি অত্যাচার নির্যাতনের মাত্রা এতোটাই ভয়ংকর হয় যে, তাদের হাত থেকে রক্ষা পায়নি আমাদের বৃদ্ধা মা ও বোন। আমার ভাই পলাশ সহ আমাদের পরিবারের উপর একের পর এক নগ্ন হামলা চালিয়ে গুরুতর জখম করে আসছে। এছাড়াও ওই মামলার আসামীদের ভয়ে আমাদের আড়পাড়া গ্রামের সাধারণ মানুষও দিশেহারা ও তটস্থ। ফারক আরো জানায়, আমার ভাই পলাশকে ওই মামলাগুলোর স্বাক্ষী না দিতে তারা বিভিন্ন সময়ে আমাদেরকে হত্যার হুমকি দিয়ে আসছে।

এমতাবস্তায় পলাশ এবং ফারুকের পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে বলে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন। ভূক্তভোগীরা নিরাপদ ভাবে বসবাসের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা সহ সাংবাদিকদের লেখনির মাধ্যমে সহায়তা চেয়েছেন।

http://www.anandalokfoundation.com/