ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের কালীগঞ্জ,কোটচাঁদপুর ও মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রজব আলী মন্টুসহ নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন কালীগঞ্জের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হচ্ছেন, রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের সভাপতি তাহের আলী, শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ কালাচাঁন বিশ্বাস, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শুকুর আলী, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, রংতুলি শ্রমিক ইউনিয়নের আযম বিশ্বাস প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দ সকল শ্রমিকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে অধিকার ও দাবি আদায়ে সচেষ্ট থাকবে এবং প্রকৃত শ্রমিকদের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।